বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:১১ পূর্বাহ্ন
তীব্র রোদে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী দেশের অন্যতম গরম ও শীত প্রধান এলাকা। এবার ঈশ্বরদীতে প্রচন্ড তাপদহ আর তীব্র রোদে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। গত সপ্তাহ খানেক সময় ধরে এখানকার তাপমাত্রা ৪১ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে। ফলে জনজীবনও অনেকটা স্থবির হয়ে উঠেছে।
অসহ্য গরমে হিটস্ট্রেকের রোগী,ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন প্রকার রোগীর সংখ্যা হাসপাতালে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বলে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শামীম জানান।
বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও এসব রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে,শিশু ও বৃদ্ধরা বেশী এসব রোগে আক্রান্ত হচ্ছে। অব্যাহত তাপদহ কৃষিরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
চলতি সপ্তাহ জুড়ে যত গরম পড়ছে ততই মানুষের পানির তৃষ্ণা বেড়ে যাচ্ছে । ফলে তৃষ্ণা মিটাতে মানুষ সাধারণ পানির পাশাপাশি ডাবের পানি চড়া মূল্যে কিনতে বাধ্য হচ্ছে।
© All rights reserved 2020 ® newspabna.com