মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনে তথ্যগত ভুল সংশোধনের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা জানা গেছে, গত শনিবার (২৮ নভেম্বর) থেকে ভুল সংশোধনের কাজ শুরু হয়েছে।
অনলাইনে আবেদনের সময় কোনো তথ্যগত ভুল করে থাকলে সেটা সংশোধন করতে পারবেন আবেদনকারীরা।
সূত্র জানিয়েছে, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা শনিবার (২৮ নভেম্বর) থেকে তাদের ভুল সংশোধন করতে পারছেন। এই সুযোগ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা থাকা প্রার্থীদের স্ব স্ব শিক্ষা বোর্ড থেকে সংশোধন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে যারা সংশোধনের জন্য আবেদন করবেন তা ঠিক করতে আবেদনকারীকে লিংক পাঠানো হবে। সেই লিংক খুলে প্রার্থী ভুল তথ্য সংশোধন করতে পারবেন।
অনলাইনে আবেদনের অ্যাকাডেমিক সার্টিফিকেট গ্রহণ না করা, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুল, মোবাইল নম্বর পরিবর্তনসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই।
এবারের বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক ও ৬ হাজার ৯৪৭টি সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগ দেয়া হবে। প্রায় ১৩ লাখ আবেদন জমা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com