প্রেমের ফাঁদ পেতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে জহুরুল ইসলাম (৪০) নামে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
চাটমোহর থানার এএসআই মোস্তাকিন জানান, নাটোর সদর থানায় দায়েরকৃত অর্থঋণ মামলায় দীর্ঘ শুনানী শেষে নাটোর দায়রা জজ আদালতের বিচারক জহুরুলকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন।
তিনি জানান, রায় ঘোষণার পর থেকেই জহুরুল পলাতক ছিল।
সম্প্রতি তার মোবাইল নাম্বার সংগ্রহ করে নারী পুলিশ দিয়ে প্রেমের ফাঁদ পেতে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।