মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ন
পাবনার ফরিদপুর উপজেলার বিএল বাড়ি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেছে ।
পুলিশ ও এলাকাবাসীর একাধিক সূত্র জানায়, বিএল বাড়ি ইউনিয়নে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য পদে পরাজিত দুই প্রার্থী বকুল হোসেন ও হাসন আলীর সমর্থকদের মধ্যে শুক্রবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
ফরিদপুর থানা স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2021 ® newspabna.com