শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:১৪ পূর্বাহ্ন
ফরিদপুরে ভ্রাম্যমান আদালতে মাদক সম্রাজ্ঞীর সাজা
ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারের মাদক সম্রাজ্ঞী ছাবিনা খাতুনকে গাঁজা বিক্রি ও তার স্বামী আমিন উদ্দিন ফারুককে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) এ আদেশ দেন আদালত।
জানা গেছে, ছাবিনা খাতুন প্রায় ২০ বছর যাবৎ ডেমরা বাজারে তার বাড়িতে গাঁজাসহ নানা ধরনের মাদক বেচা-কেনা করে আসছে।
মঙ্গলবার ঈশ্বরর্দী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক খবির আহমদ, এসআই আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্স নিয়ে ডেমরা ছাবিনার বাড়ি থেকে ১’শ পুড়িয়া গাঁজা সহ তাকে ও তার স্বামীকে গ্রেফতার করে।
ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তোফায়েল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সম্রাজ্ঞী ছাবিনা খাতুন (৫৫) কে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও তার স্বামী ফারুককে মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
উল্লেখ্য এর আগে ছাবিনা খাতুনকে একই অপরাধে দু’বার সাজা দেয়া হয়েছিল। কিন্তু জামিন নিয়ে বের হয়ে এসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে আবারও রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল ছাবিনা।
© All rights reserved 2020 ® newspabna.com