সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:৫২ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বাদাল ‘বিনাপানি এসসি উচ্চ বিদ্যালয়ে’ কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৬টি হত্যাসহ ৮টি মামলার পলাতক আসামীকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে বলেও একাধিক ব্যাক্তি অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বাদাল বিনাপানি এসসি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনের লক্ষ্যে গত ১৭ থেকে ১৯ আগষ্ট পর্যন্ত মনোনয়ন ফরম তোলার নির্ধারিত দিন ছিল।
এই দিনের মধ্যে জনৈক সদস্য প্রার্থী শাজাহান আলী মনোনয়ন সংগ্রহ করেননি বলে অভিযোগ। গত ২৩ আগষ্ট ফরিদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রউফ ৫০ হাজার টাকা উৎকোচ নিয়ে শাজাহান আলীকে মনোনয়ন ফরম দেন এবং পরবর্তিতে সদস্য নির্বাচিত করেন।
এই নির্বাচিত সদস্য প্রস্তাবক এবং অপর একজন সমর্থক হয়ে শাজাহান আলীর ভাই লুৎফর রহমান লিটনকে সভাপতি নির্বাচিত করেন।
ফরিদপুর থানা ও পাবনার আদালত সুত্রে জানা যায়, বাদাল বিনাপানি এসসি উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি লুৎফর রহমান লিটনের নামে ৬টি হত্যা, একটি ডাকাতি ও পুলিশৈর সঙ্গে গোলাগাগুলিসহ ৮টি মামলা রয়েছে।
তাকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বাদাল বিনাপানি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ বিষয়টি তার এখতিয়ারের বাইরে।ফরিদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রউফ নিজে প্রিসাইডিং অফিসার থেকে এই কমিটি করে দিয়েছেন’।
এ ব্যাপারে ফরিদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সত্যতা অস্বীকার করে বলেন,‘যা করেছি নিয়ম মেনেই করেছি। আইনের বাইরে কিছুই হয়নি’।
© All rights reserved 2020 ® newspabna.com