রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:২৬ অপরাহ্ন
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলা থেকে মাহমুদুল হাসান দোলন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে ফরিদপুর বাজার থেকে দোলনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দোলন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল আলীম মোল্লার ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিউজ পাবনাকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধুকে অশালীন ভাষায় কটূক্তি করে স্ট্যাটাস পোষ্ট করায় মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান সরকার তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পরই পুলিশ আসামি ধরতে অভিযানে নামে। পরে ওই রাতেই ফরিদপুর বাজারে অবস্থানরত দোলনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com