বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে পাবনা জেলা পরিষদ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উৎসবের আমেজ বইছে পাবনা জেলা পরিষদে। তিন দিন আগে থেকে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পাবনা জেলা পরিষদ।
সৌন্দর্য বর্ধন ও আলোকবাতিতে ঝলমলে জেলা পরিষদ চত্বর।
১৭ ই মার্চ সকাল ৯ টায় পাবনার সরকারি বেসরকারী প্রতিষ্ঠানগুলো ফুল নিয়ে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন জেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এ উপলক্ষে জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রাঙ্গণ প্রস্তুত করছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।
জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও নির্বাহী কর্মকর্তা আতিয়ূর রহমান উপস্থিত থেকে সার্বিক সৌন্দর্য বর্ধনের কাজের তদারকি করছেন।
বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ও অভিন্ন সত্তা, যে মহান নেতার জন্ম না হলে বাঙালি জাতি স্বাধীনতা পেতো না, যে মহান নেতা উদ্বুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ডাক না দিলে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে চূড়ান্ত বিজয় আনতো না সে সকল বিষয় গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রাঙ্গণে তুলে ধরা হয়েছে।
নতুন প্রজন্ম যেনো বঙ্গবন্ধুর ইতিহাস স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারেন যে লক্ষ্যে ছবি সংযুক্ত করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সকাল ৭ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল রহিম লাল।
পড়ে ৯ টায় জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা পরিষদ দিনব্যাপী কর্মসূচি পালন করবে।
সকাল ৯ টায় জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন, ১১ টায় জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com