শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১১ অপরাহ্ন
শহর প্রতিনিধি, পাবনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সারা দেশের ন্যায় পাবনাতেও স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে সোমবার (০৭ ডিসেম্বর) বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সিটি কলেজের প্রভাষক সঞ্জয় কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ তসলিম হাসান সুমন, সামসুল হুদা ডিগ্রী কলেজে র অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, সিটি কলেজ অধ্যক্ষ সুজন মাহমুদ, স্বেচ্ছা সেবক লীগ পাবনা জেলা শাখার সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু, সামসুল হুদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, পাবনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকহাসিনা আক্তার রোজী, সামসুল হুদা ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আসাদ্দুজ্জামান খোকন, প্রভাষক রকিবুল আলম পান্নু, দোগাছী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আরিফুল ইসলাম, জিসি আই প্রধান শিক্ষক ফজলুল হক, আরএম একাডেমীর সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও ওলিউল্লাহ প্রমুখ।
বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানান।
© All rights reserved 2021 ® newspabna.com