সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:২৬ অপরাহ্ন
মিজান তানজিল, পাবনা : কুষ্টিয়ার পাঁচমাথা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা মহিলা আওয়ামীলীগ।
সোমবার (০৭ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি’র সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুন্নাহার রেখা, যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি, সাংগঠনিক সম্পাদক সাঈদা সবনম, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সিমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা খাতুন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমা শিখাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কার্যালয় সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির জড়ালো দাবি জানানো হয়।
© All rights reserved 2021 ® newspabna.com