বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৮:৩০ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা আওয়ামীলীগর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামনে এস পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম সম্পাদক সরদার মিটু আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. তসলিম হাসান সুমন, সাধারন সম্পাদক শাহজাহান মামুন, জেলা যুবলীগের সাবেক ষভাপতি শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক, পৌর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল,পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরীফুল হক পলাশ, জেলা ছাত্রীলীগেরর সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, সাধারন সম্পাদক ইঞ্জি: রুহুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ারুল আজিম চিনু, সাধারণ সম্পাদক আবুল বাসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এডওয়াড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ইমরান, আরমান, রাভা, মুজিব,মামুনসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি, জামাত শিবির বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে দেশকে অরাজকতা করতে দেবে না আওয়ামীলীগ সরকার।দোষীদের কঠোর শাস্তি দাবি করেন বক্তারা।
© All rights reserved 2021 ® newspabna.com