মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০১:০০ পূর্বাহ্ন
বেড়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে “জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বেড়া উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশকর আলী, বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরদার মিলন মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার খবির উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা পর্যায়ের সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা প.প. কর্মকর্তা অলোক কুমার পাল।
কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের সামাজিক-সম্প্রীতিকে বিনষ্ট করতে ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে নতুন করে ষড়যন্ত্রে মেতেছে একটি চক্র।
তারা ধর্মের নামে ভাস্কর্য বিরোধী অবস্থান নিচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে উগ্র ও উস্কানিমূলক বক্তব্যে দিচ্ছে। যা শুভ লক্ষণ নয়।
© All rights reserved 2020 ® newspabna.com