শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০১:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর আদর্শ ক্লাবের উদ্যোগে শুক্রবার (০১ নভেম্বর) সকালে পরিবেশ রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সকালে বোঁথর আদর্শ ক্লাব হলরুমে ক্লাবের সভাপতি ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী টুটুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার প্রমূখ।
এসময় সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস, জাসদ নেতা সুজা উদ্দিন বিশ্বাসসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫ হাজার তালবীজ রোপনের লক্ষ্যে বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চত্বরে তালবীজ রোপন করা হয়।
বোঁথর আদর্শ ক্লাবের সভাপতি জাকির হোসেন জানান, পর্যায়ক্রমে ৫ হাজার তালবীজ রোপন করা হবে। প্রথম পর্যায়ে ১ হাজার তালবীজ রোপন করা হচ্ছে।
© All rights reserved 2020 ® newspabna.com