সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে করোনা ভাইরাস ইস্যুতে বহির্বিশ্বে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। শতাধিক প্রবাসী বাংলাদেশি গত বুধবার ইতালির রোমের বিমানবন্দরে গিয়ে পৌঁছেছিলেন। সেখানে তাদের অনেকের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় প্রায় সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ইতালির মূলধারার গণমাধ্যমগুলোতে বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সার্টিফিকেট কেনা বেচা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বৈশ্বিক করোনা মহামারি শুরুর পর থেকে বর্তমান সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে। একের পর এক হূদয়বিদারক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভুয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ।
© All rights reserved 2020 ® newspabna.com