সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৫:২৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস আক্রান্তের শুরু থেকেই টিকটক ভিডিওতে মেতেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বিভিন্ন সময় ভারতীয় গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি। নিজের স্ত্রী-কন্যাদের নিয়ে টিকটক ভিডিও বানাচ্চেন তিনি। এবার বাংলা গানের সঙ্গে নিজের কন্যাদের নিয়ে টিকটক বানালেন তিনি।
রবিবার ( ২৮ জুন) নিজের টুইটার পেজে একটি ভিডিও আপলোড করেন ওয়ার্নার। সেখানেই তাকে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় বাংলা গান ‘বড় লোকের বেটি লো’ গাইতে দেখা যায়।
ভিডিওর শুরুতে আসল গানই বাজানো হয়। তখন শুধু মুখ মেলাচ্ছিলেন ওয়ার্নার। একটু পর মূল গান বাদ দিয়ে শুধু ওয়ার্নারের গলায় গান শোনা যায়। এসময় তার দুই মেয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ে।
আসলে করোনা ভাইরাসের এই লম্বা সময়ে তার ভক্ত-সমর্থকদের আনন্দ দিতেই তার উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com