মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০১:২০ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড আর ভারতকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আগামী ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে। আর এ ম্যাচের মাঝামাঝি সময়ে হওয়ার কথা ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কলকাতার উড়ালসেতু ট্রাজেডির জেরে বাতিল হয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক অনুষ্ঠান।
আইসিসি সূচি অনুযায়ী ১ এপ্রিল মিডিয়া রিসেপশন এবং ২ এপ্রিল ফাইনালিস্ট টিম-সহ বাকিদের নিয়ে একটি ককটেল ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। ইতোমধ্যে মিডিয়া রিসেপশনের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। আর ২ এপ্রিলের ককটেল ডিনারও বাতিল হয়ে যাওয়ার পথে।
এদিকে ফাইনালের মাঝামাঝি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে কলকাতার আকস্মিক দুর্ঘটনার জেরে উক্ত অনুষ্ঠান নিয়ে নিয়ে দীর্ঘ আলোচনা করেন সিএবি। এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
© All rights reserved 2021 ® newspabna.com