মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:৩৫ অপরাহ্ন
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা তৈরি করেছে। সংসদে শোকপ্রস্তাবের আলোচনায় এই বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়। এরপর সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়।
তবে রীতি অনুযায়ী মঈন উদ্দিন খান বাদল চলতি সংসদের সদস্য হওয়ায় শুধু তার উপর আলোচনা হয়। এ সময় সংসদ সদস্যরা তার ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, অসাম্প্রদায়িক চেতনা এবং সংসদ সদস্য হিসেবে বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, ‘ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। তবে স্বাধীনতার পর তিনি জাসদে যোগ দেন। তিনি আমাদের ঐক্যজোটের সঙ্গে সক্রিয় ছিলেন। রাজনৈতিক অঙ্গনে আন্দোলন–সংগ্রামের রাজপথে ও সংসদে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সব সময় তার অসুস্থতার খবর নিতাম। তার স্ত্রীর কাছ থেকে আমি খবর পেতাম। আজ যখন মৃত্যুর সংবাদটা পেলাম, বড় ধাক্কা লাগে। ভাবতেই পারেনি তিনি এভাবে চলে যাবেন।’
প্রধানমন্ত্রী জানান, লাশ আনার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকমিশন থেকে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com