আজ নাটোর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হলেও নাটোর শত্রুমুক্ত হয় তারও ৫ দিন পর।
১৯৭১ সালের ২১শে ডিসেম্বর দেশের সর্বশেষ অঞ্চল হিসেবে মুক্ত হয় নাটোর। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পরও উত্তরের জেলা নাটোরে তখনও উড়ছিলো পাকিস্তানি পাতাকা। বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে নাটোরে রাজবাড়ী, উত্তরা গণভবন, সরকারি নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ, আনসার হলসহ কয়েকটি ক্যাম্পে আশ্রয় নেয় হানাদাররা।
১৯৭১ সালের এইদিনে নাটোর উত্তরা গণভবন চত্বরে হানাদার বাহিনীর পক্ষে বিগ্রেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ এবং মিত্রবাহিনীর বিগ্রেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে আত্মসমর্পণ করেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জন্য হানাদার বাহিনীর ২নম্বর হেড কোয়ার্টার ছিল উত্তরের জেলা নাটোরে। এখানে বসেই যুদ্ধ নিয়ন্ত্রণ করতো তারা। ফলে নাটোরের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গণহত্যা চালায় হানাদার বাহিনীরা। দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেয় বিভিন্ন সংগঠন।