সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:১৬ অপরাহ্ন
প্রযুক্তি ডেস্ক : ভায়াস্যাট-টু নামে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক ব্রডব্যান্ড স্যাটেলাইট এখন কক্ষপথে। একটি অ্যারিয়ান রকেটে করে এটিকে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।
আমেরিকা মহাদেশের উপর ঘূর্ণায়মান এই স্যাটেলাইট স্থাপনের ফলে ইন্টারনেট স্পিড বেড়ে হবে প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবাইট। খবর বিবিসির।
এই স্যাটেলাইটের ফলে আকাশে উড্ডয়নরত বিমানগুলোতে ওয়াই-ফাই সুবিধা আরো দ্রুত গতির হবে।
বিশ্বের প্রতিটি এয়ারলাইনস এখন চাচ্ছে তাদের বিমানে ওয়াই-ফাই সুবিধা বাড়াতে। যাত্রীদের হাতে থাকা স্মার্ট ফোন ও আইফোনের কারণে বিমানে ভালো ইন্টারনেট সুবিধা যাত্রীদের আকৃষ্ট করে।
এরই মধ্যে ২০১৬ সাল থেকে ছয় হাজারের বেশি বাণিজ্যিক বিমান তাদের যাত্রীদের ওয়াই-ফাই সুবিধা দিচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী ২০২১ সালের মধ্যে ওয়াই-ফাই সুবিধা সম্বলিত বিমান সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যাবে।
ভায়াস্যাট-টু স্যাটেলাইট এক্ষেত্রে আকাশপথে নতুন দিগন্তের সূচনা করবে।
© All rights reserved 2020 ® newspabna.com