বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৫:০৪ অপরাহ্ন
আবুল কালাম আজাদ
চাটমোহর প্রতিনিধি : পাবনা চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
রোববার (২৪ এপ্রিল) ইউনিয়নের তৃণমূল ভোটে তিনি জয়লাভ করেন। তিনি ৩১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম পান ৩০ ভোট।
আগামী ৪ জুন এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগ নেতারা তার নাম কেন্দ্রে পাঠিয়ে দেবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে নৌকা প্রতীক দিয়ে আগামী ইউপি নির্বাচন করার অনুমতি দেবেন।
এদিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নে রবিবার তৃণমূলের ভোটের সিদ্ধান্ত থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলে এ দু’টি ইউনিয়নে প্রার্থী নির্ধারণী সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
© All rights reserved 2020 ® newspabna.com