শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
উঠে এল বিশ্বজুড়ে নারী সহিংসতার ভয়াবহ চিত্র। বিশ্বে প্রতি তিনজনে একজন নারী শারীরিক বা যৌন সহিংসতার শিকার- এমন তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আন্তর্জাতিক এই সংস্থার নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, খুব কম বয়স থেকেই হয়রানির শিকার হতে হয় নারীদের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতি চারজনে একজন ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যেই যৌন নির্যাতনের মুখোমুখি হন কাছের মানুষদের মাধ্যমে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ এশিয়া, আফ্রিকাসহ নিম্ন আয়ের দেশগুলোতে। ২০১৩ সালেও একই ইস্যুতে গবেষণায় পাওয়া ফলাফলের সাথে খুব একটা পার্থক্য নেই এবারের রিপোর্টের। তবে এবারের গবেষণাটি সবচেয়ে বড় আকারে হয়েছে বলে জানায় ডব্লিউএইচও। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট, বিবিসি
© All rights reserved 2021 ® newspabna.com