শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
পাবনার বেড়া উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে বেড়া নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
বেড়া নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নে এ এম রফিক উল্লাহ, কৈটলায় শওকত হোসেন, ঢালারচর ইউনিয়নে কোরবান আলী সরদার, চাকলায় ফারুক হোসেন, মাসুমদিয়া ইউনিয়নে মিরোজ হোসেন, হাটুরিয়া নাকালিয়ায় মোস্তাফিজুর রহমান, রূপপুরে আবুল হাশেম উজ্জ্বল, নতুন ভারেঙ্গায় আমজাদ হোসেন ও জাতসাখিনী ইউনিয়নে রেজাউল হক বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
© All rights reserved 2021 ® newspabna.com