সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:৪৫ অপরাহ্ন
বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত এক আওয়ামী লীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম আব্দুল আলীম খান (৩৬)। সে বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত আব্দুর রহমান খানের ছেলে।
সোমবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পাবনার বেড়া পৌরসভায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত আলিম খাঁ। ছবি : সংগৃহীত
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার বিকেলে হাতিগাড়া এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ কর্মী আব্দুল আলীম খান রাতে মারা যান।
স্থানীয়রা জানায়, এলাকায় টেন্ডারসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেড়ায় স্থানীয় দুই গ্রুপের ভিতর কোন্দল চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে আলীম মারা যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।
© All rights reserved 2020 ® newspabna.com