শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০১:৫২ অপরাহ্ন
বেড়া প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় পাবনা-ঢাকা মহাসড়কে পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় রাকিবুল হাসান ওরফে রোহান (২০) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে এলাকাবাসী।
পরে তাঁকে বেড়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আজ শনিবার (৪ জুলাই) সকালে মহাসড়কের চাকলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটে।
আটক রোহান উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত দুই-তিনদিন ধরে রোহান নামের ওই তরুণ পাবনা-ঢাকা মহাসড়কের সানিলা গ্রামের সেতুর কাছে, চাকলা মোল্লাবাড়ি, মহিষাখোলা, পুন্ডুরিয়া সেতু এলাকায় অটোভ্যান, নছিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
নিজেকে পুলিশ প্রমাণ করার জন্য তিনি কোমড়ে খেলনা পিস্তল ও মুখে পুলিশের লোগো ব্যবহৃত মাস্ক ব্যবহার করছিলো সে।
এ ছাড়া রোহান হাতে পুলিশের সিসি বই রেখেছিল।
যানবাহন থামানোর পর নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে প্রতিটি যানবাহন থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছিল।
শনিবার ভোর থেকে সে মহাসড়কের চাকলা মোল্লাবাড়ি ও পুন্ডুরিয়া এলাকায় যানবাহন থামিয়ে চাঁদাবাজি শুরু করে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
লোকজন একজোট হয়ে চাকলা বাসস্ট্যান্ডের কাছে গিয়ে ওই তরুণের পরিচয় জানতে চাইলে প্রথমে সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে উত্তেজিত আচরণ করেন।
পরে অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে লোকজন তাঁকে আটক করে বেড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন বলেন, নিজেকে পুলিশ পরিচয় দিয়ে যানবাহন থেকে ওই তরুণ চাঁদাবাজি করছিল। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানোর প্রস্তুতি চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com