শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ পাবনার বেড়া উপজেলা নদী ও বিলে দেশি মাছ উৎপাদনের জন্য বিখ্যাত। বর্ষা এলেই তাই স্থানীয় বাজারগুলিতে চাঁই ও বুছনা বিক্রির ধুম পড়ে যায়। তাই চাঁই তৈরিতে ব্যাস্ত হয়ে পরেছেন সংশ্লিষ্টরা। বাড়ির নারীরাই মূলত এসব চাঁই তৈরি করেন।
উপজেলার বেড়া বাজার সংলগ্ন স্থানে বসে চাঁইয়ের হাট। প্রতি শনি ও মঙ্গলবার ভ্যান বোঝাই করে চাঁই বিক্রির জন্য নিয়ে আসে এখানে। দূর দূরান্ত থেকে মৎস শিকারীরা চাঁই কিনতে আসে। দুপুর বারোটার মধ্যেই চাঁই বিক্রি শেষ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এসব চাঁই ও বুছনা তৈরিতে শতাধিক পরিবার জড়িত রয়েছে।
এ বর্ষার মৌসুমে তারা কেবল চাঁই তৈরি করেই জীবিকা নির্বাহ করে। নারীরা চাঁই তৈরি করে আর পুরুষরা সেসব চাঁই বাজারে বিক্রি করে। চাঁই তৈরির কারিগররা বিভিন্ন এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার কেউ ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে বাঁশ কিনে চাঁই তৈরি করে। ১৫০ থেকে ২০০ টাকা দামে বাঁশ কিনে তিনটি চাঁই তৈরি সম্ভব। একাধিক বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, সরকারি সহযোগিতা পেলে আরও বেশি চাঁই বুছনা বানানো সম্ভব। তাছাড়া এর সাথে বাঁশ শিল্পও টিকে থাকবে।
© All rights reserved 2020 ® newspabna.com