বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:২৩ অপরাহ্ন
বেড়া প্রতিনিধিঃ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পাবনার বেড়া উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ শুরু হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকালে বেড়া উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা, বিজ্ঞানমেলা (প্রকল্প উপস্থাপন), গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শায়লা শারমিন ইতি।
বিজ্ঞান মেলার প্রকল্প উপস্থাপনেও প্রাধান্য পেয়েছে বর্তমান সমস্যার অন্যতম কোভিড-১৯ এবং পরিবেশ দূষণ।
শিক্ষার্থীদের বিভিন্ন মডেলে পরিবেশ দূষণ থেকে পৃথিবী রক্ষার প্রকল্প তৈরি করা হয়েছে।
উপজেলার ৫টি বিদ্যালয় এবং ৩টি কলেজ বিজ্ঞান মেলার প্রকল্পে অংশ নেয়। বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় দুইটি পরিবেশ বান্ধব প্রজেক্ট তৈরি উপস্থাপন করে।
আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মডেল, বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয় সোলার প্যানেল, ফ্রি এনার্জি হাউজ, জলে ও স্থলে চলে এমন গাড়ির মডেল এবং ইনডোর গেমসের মডেল উপস্থাপন করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com