বেড়ায় দুদকের মামলায় সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার
বেড়া প্রতিনিধি : বেড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক শামিমকে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার করেছে বেড়া পুলিশ।
বেড়া থানা সূত্র জানায়, বেড়া পৌরসভার পায়না মহল্লার বাসিন্দা ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক শামিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় পৌরসভার সামনে থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে বেড়া মডের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, দুদকের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পন না করে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল ।
উল্লেখ্য, গত বছরের ২৭ আগষ্ট বেড়া থানায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ ১৪ জনের নামে পৃথক দুটি মামলা করে দুদক।
২০১৫ সালের ২৭ আগষ্ট দুদক দুদকের উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন মিয়া বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
২০১৬ সালের ২৩ মার্চ এই দুটি মামলায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়। মামলায় অন্যান্য অভিযুক্তরা আদলত থেকে জামিনে আছেন।