শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:৩০ অপরাহ্ন
দুদকের মামলা প্রত্যাহরের দাবীতে পথসভা
বেড়া প্রতিনিধি : বেড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৮মে) বিকালে পৌর মেয়র আব্দুল বাতেন ও কাউন্সিলারদের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা হওয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহর করার দাবীতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সিএন্ডবির পথসভা চলাকালিন সময়ে রাস্তার দুপাশে যানবাহন আটকে প্রায় এক ঘন্টা যানজটের সৃষ্টি হয়।
বুধবার বিকালে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে দলীয় নেতাকর্মীরা প্লেকার্ড ব্যানার নিয়ে বেড়া পৌর আওয়ামী লীগ কার্যালয় জড়ো হতে থাকে। বিকাল ৫টায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডে শেষ হয়।
এসময় পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মানুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদ সরকার, বেড়া উপজেলা আঃ লীগ সহ- সভাপতি প্রভাষক আবু সাইদ, সহ-সভাপতি আব্দুল হাকিম বস্, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, , পৌর সহ-সভাপতি আব্দুল হান্নান, বেড়া পৌর আওয়ামী লেিগর সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সেচ্ছা সেবক লীগের আববায়ক আব্দুল বাতেন পৌর যুবলীগ সাধারন সম্পাদক ময়ছার আলী, সাথিয়া উপজেলা অওয়ামী লীগ সাবেক সভাপতি আলমগীর হোসেন, করমজা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাকিম, যুবলীগ নেতা শাজাহান আলী ঝন্টু, মন্জু, মানিক হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেজবাহ মোল্লা, পৌর ছাত্রলীগ আহবায়ক রাসেদুল ইসলাস রাসু প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com