বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৭:০৭ পূর্বাহ্ন
বেড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টা
বেড়া প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার রংধনু প্রি-ক্যাডেট স্কুলের ২য় শ্রেণীর এক ছাত্রীকে একই গ্রামের হাসান মোল্লার ছেলে মোস্তফা (২৫) কর্তৃক ধর্ষনের চেষ্টা চালায় বলে জানা গেছে। এ ব্যাপারে আজ শনিবার (১৭ ডিসেম্বর) বেড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) এর ৯ (৪) (খ) ধারায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মেয়ের বাবা রেজাউল করিম বাদী হয়ে বেড়া মডেল থানায় মামলা করেন। মামলা নং-০৬/২২৮।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বান্ধবীর সাথে হুরাসাগর নদীতে কলসী নিয়ে পানি আনতে যায় লিজা।
এ সময় নদীর পাশে বসে থাকা লম্পট মোস্তফা লিজাকে কৌশলে ডেকে নিয়ে তার নৌকায় উঠায়। তারপর নৌকার ছৈ এর ভিতর নিয়ে যায় এবং তাকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়।
এক পর্যায়ে লিজা কৌশলে মোস্তফার হাতে কামড় দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে ঘাটে উপস্থিত মোছাঃ শরিফা খাতুনকে বিষয়টি অবগত করে লিজা, পরে শরিফা খাতুন লিজার মা-বাবাকে বিষয়টি জানায়।
এ ব্যাপারে লিজার বাবা রেজাউল করিম জানান, আসামী মোস্তফার ছোট ভাইকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ।
তারপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টিসহ ভয়ভীতি দেখাচ্ছে।
মামলা তদন্তকারী এসআই মোঃ ওহিদুজ্জামান জানান, মামলা হয়েছে, আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তবে আসামী ধরার সর্বাত্মাক চেষ্টা চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com