বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:৪৫ পূর্বাহ্ন
কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি, বেশ কয়েক বছর হয়ে গেল পাবনা জেলার আমিনপুর থানার ঘোপশিলেন্দা গ্রামের সামনে দিয়ে যাওয়া যমুনা নদী ভাঙন প্রতিরোধের এর কাজ আংশিক করা হয়েছে।
নগরবাড়ি ও কাজিরহাট এলাকার দিকে কাজ শেষ হলেও মাঝের ১ কি মি. এর মত কাজ প্রায় ৩ বছর ধরে ঝুলে আছে।
এলাকার কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করলে হচ্ছে, হবে, বলে বারবার আশা দিচ্ছে কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না।
আমরা এলাকাবাসী খুবি হুমকির সম্মুখে আছি। এবছর যদি এই কাজটুকু করা না হয় তাহলে হয়তো এই গ্রাম আর থাকবে না।
আর এই গ্রাম ভেঙে যাওয়াতে ভেঙে যাবে ওসমান গনি খান সাহেবের স্মৃতি বিজড়িত বাড়ি।
হুমকির সম্মুখে পরবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নিজের হাতে করা মুজিব বাধ, সেই সাথে হুমকিতে পরবে নবনির্মিত মেরিন একাডেমী।
কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এই যে, আগত বর্ষাকালের আগেই নদী শাষনের বাকি কাজটুকু শেষ করে মেরিন একাডেমী, মুজিব বাধ ও এলাকাবাসীদের যেন রক্ষা করা হয়।
ভিডিও প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন
© All rights reserved 2020 ® newspabna.com