মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:২২ পূর্বাহ্ন
আরিফ খান, বেড়া, পাবনাঃ পাবনার বেড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী’র সাথে বেড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা এগারোটার সময় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদ্য যোগদানকারী ইউএনও মো. সবুর আলী’র আমন্ত্রণে প্রেসক্লাব সভাপতি মো. শফিউল আজম আলতু (নয়াদিগন্ত) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের (মানবকন্ঠ) নেতৃত্বে কর্মরত সংবাদ কর্মীগণ প্রথমে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।
এ সময় নবাগত ইউএনও উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে বেড়া প্রেস ক্লাবের উপদেষ্টা বসন্ত দাস (ভোরের দর্পণ), এযুগের দীপ পত্রিকার প্রকাশক ওমর সরকার, বরুণ রায় (প্রথম আলো), ডাঃ আব্দুল হান্নান (দি নিউজ টুডে) মহাসিন মল্লিক (দিনকাল), রতন কুমার দাস (ইত্তেফাক), মো. ওয়াহিদদুজ্জামান (আমাদের নতুন সময়), সাইদুর রহমান বকুল (মানব জমিন), মোছা. রেজিনা খানম (আমাদের অর্থনীতি), হারুনার রশিদ (ভোরের কাগজ), সুজন কুমার দত্ত (এনটিভি), রফিকুল ইসলাম সান (বাংলাদেশের খবর), রাউজ আলী (তৃতীয় মাত্রা), মো.আরিফুর রহমান (প্রতিদিনের সংবাদ) সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2021 ® newspabna.com