বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৬:০০ অপরাহ্ন
ফাইল ফটো
বেড়া প্রতিনিধি : বেড়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার দাস পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেড়া পৌর এলাকার দাসপাড়া মহল্লার মো. সালাউদ্দিন এর বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়।
আগুন লাগার খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুইটি বসতঘর, নগদ ৫০ হাজার টাকা, ফ্রিজ, টেলিভিশনসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কর্মকর্তা বিল্লাল হোসেন খলিফা বলেন, এ মূহুর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
© All rights reserved 2020 ® newspabna.com