মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:১০ অপরাহ্ন
বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের যৌথ অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জালসহ প্রায় ১ মন মা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১৯ই অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা জয়নুল আবেদীন (টিপু) ও আমিনপুর থানা পুলিশ।
এ সময় নগরবাড়ি ও কাজির হাটের যমুনা নদী, হাট বাজার, সড়ক, ইলিশ বিক্রির চিহ্নিত কয়েটি বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুরিয়ে ফেলা হয়। এসময় এরশাদ বিশ্বাস (৩৫) নামে ১ জেলেকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক বিশ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
ইলিশ মাছ বহনের দায়ে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেন। মাছগুলো স্থানীয় ১টি এতিমখানায় বিতরন করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com