শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন
শনিবার ২৬ মার্চ পাবনার বেড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে বেড়া উপজেলা চত্বরে ৪৪ বার তপধ্বনি ও শহিদ মিনারে পুষ্প অর্পন করে কর্মসুচির শুভ উদ্বোদন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুক এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি, বেড়া এএসপি (সার্কেল) জাকির হোসেন, বেড়া মডেল থানার ওসি ফিরোজ আহম্মেদ ও চাকলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন এ ছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮ টায় প্রধান অতিথি ও উপস্তিত ব্যক্তিবর্গ বেড়া বি বি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ আব্দুল খালেক এর স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পন ও মোনাজাত করেন। পরে শহীদ আব্দুল খালেক ষ্টেডিয়ামে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধারা এক বর্ণাঢ্য কুজকাওয়াজ পরিদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
শনিবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে পাবনার বেড়ায় করমজা মঞ্জুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় বর্নাঢ্য এক র্যালী বের করা হয়। উক্ত র্যালী বেড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সকাল ১০ টায় শহীদদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্রীদের অংশ গ্রহণে সকাল ১১ টায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোঃ আঃ হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
© All rights reserved 2021 ® newspabna.com