সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নয়াবাড়ী-কালিকাপুর সংযোগ সড়কের সেতুর নিমার্ণ কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো এক শ্রমিক আহত হন। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল (২৫) উপজেলার কাজীরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত মানিক (৩৫) হরিদেবপুর গ্রামের নঈমুদ্দিনের ছেলে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় রাজু এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির পুণঃনির্মাণ কাজ করছিল। দুপুরে শ্রমিকরা সেতুর ঝুঁকিপূর্ণ কাজ করার সময় মাটিচাপা পড়েন দুই শ্রমিক। এতে ঘটনাস্থলেই আসাদুল মারা যান। আর গুরুতর আহত অবস্থায় মানিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com