শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:২০ পূর্বাহ্ন
বেড়া প্রতিনিধি : বেড়ায় ১৫৫তম রবীন্দ্র জন্ম জয়ন্তী পালিত হয়েছে। রোববার (৮ মে) বেড়া রুদ্রবীনা সংগীত একাডেমীর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বিকাল ৫টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক রাজ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সামনুর নাহার সুমী, উপজেলা সহকারি ভুমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) ফেরদৌউস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেজবাহ মোল্লা, যুগ্ন আহবাহক মামুন শিকদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আরিফিন। উপস্থাপনা করেন আজিজুল হক। পরে রুদ্রবীনা শিল্পগোষ্ঠির শিল্পীরা নৃত্য, গান পরিবেশন করেন।
© All rights reserved 2020 ® newspabna.com