শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
পাবনা বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের কুটিশ্বরী বাজারের শতবর্ষের প্রাচীন কুটিশ্বরীরর মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল আটটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত এই মেলা চলে। সকালে পূণ্যস্নাণের মধ্যে দিয়ে শুরু হয়ে নানা কার্যক্রমের মাধ্যমে গভীর রাত পর্যন্ত চলে পূজা অর্চনা। কৈটোলার কুটিশ্বরী বাজারের পাশের বটগাছের নিচে অবস্থিত হিন্দুদের দেবী মা কালীর পূজা উপলক্ষে প্রতি বছর চৈত্রমাসে এ মেলা আয়োজন করা হয়।
হাজার হাজার ভক্তের সমাগমে মেলা প্রাঙ্গণ থাকে মুখরিত। মেলায় হস্তশিল্প, কারুশিল্প, নাগরদোলা, গ্রামীণ খাবার-দাবার সহ ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে। কুটিশ্বরী বাজারের পাশেই দশ-বারো শতাংশ জায়গা ঘিরে মেলা ও পূজার সার্বিক আয়োজন করা হয়। যে বটগাছের নিচে এ মেলা বসে স্থানীয় বয়স্ক মানুষ জানেনা এ বটগাছের বয়স কত। তবে অনেক প্রবীন ব্যক্তির ধারনা, একশ পনের বা একশ বিশ বছর হবে। আর এ মেলা তখন থেকেই আয়োজন করা হচ্ছে।
মন্দিরের সভাপতি বামেশ চন্দ্র সেন নিজেই এ মন্দিরের পুরোহিত ও দেখভাল করছেন। স্থানীয়রা জানান, বংশানুক্রমে এখানকার স্থানীয় হিন্দুরা এ পূজা করে থাকেন। তবে মেলার সার্বিক নিরাপত্তা এবং দেখভালে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সহযোগীতা করে।
কোনদিন কোন গোলমাল বা বিরোধ তৈরি হয়নি। তাদের মতে এটি শুধুমাত্র একটি মেলা নয় বরং সব ভেদাভেদ ভুলে একসাথে বাস করার উপলক্ষ।
© All rights reserved 2021 ® newspabna.com