সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন
আরিফ খান, বেড়া, পাবনাঃ পাবনা বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সাফুল্লাহ মৌজায় যমুনা নদীর তীরে ৭শ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও অর্থ বিভাগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চলের যুগ্ন সচিব হাসান আরিফ।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটায় সরেজমিনে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে পাবনার মানুষের জীবন মান উন্নয়ন হবে। ডিসেম্বর মাসের শেষের দিকেই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোকলেসুর রহমান, বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা সহকারি (ভুমি) মো. মাহাবুব হাসান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবা মোল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
© All rights reserved 2020 ® newspabna.com