বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৬:৩৪ অপরাহ্ন
মিজান তানজিল, পাবনা : পাবনার বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর । মৃত্যুর সময় তিনি স্ত্রী ,দুই ছেলে ও তিন মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় প্রিন্স এমপি বলেন, আব্দুল কাদের ছিলেন এক মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের ত্যাগী নেতা।
তিনি সব সময় দেশের উন্নয়নে ও দলকে এগিয়ে নিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন। দেশের উন্নয়নে তার অবদান অপরসীম। আমরা তাকে মনে রাখবো।
এসময় গোলাম ফারুক প্রিন্স মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
© All rights reserved 2020 ® newspabna.com