বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:২১ অপরাহ্ন
বেড়ায় দুর্গম চরে যৌথবাহিনীর অভিযান, আটক ৪
বেড়া প্রতিনিধি: বেড়া বাজার সংলগ্ন গনি সুপার মার্কেটে অবস্থিত প্রগতি ফটোস্ট্যাট নামীয় দোকান থেকে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে লিফলেট ছাপনোর সময় দোকান মালিক মাজেদুর রহমানের ছেলে মুন (২৬) কে আটক করেছে বেড়া থানা পুলিশ ।
উল্লেখ্য, আগামী ৭ আগস্ট বেড়া পৌরসভার বহু কাঙ্খিত নির্বাচন। সে কারনে চলছে ব্যাপক প্রচার প্রচারনা ।
এই সুযোগে একটি মহল মেয়র বাতেনের বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর উদ্দেশে লিফলেট ছাপানোর চেষ্টা করছিলো বলে অভিযোগ করেছে বাতেনের অনুসারীরা।
তারই জের ধরে গতকাল সতন্ত্র মেয়র প্রার্থী অধ্যাপক ডা. আ. আউয়ালের সহকারী বাবু (৩৫) মেয়রের বিরুদ্ধে লিফলেট ছাপানোর জন্য প্রগতি ফটোস্ট্যাট নামের একটি দোকানে গেলে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এসময় দোকান মালিকের ছেলে মুন (২৬) কে আটক করে। এসময় বাবু পালিয়ে যেতে সক্ষম হয় ।
এ বিষয়ে বেড়া মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে, মামলা নং ১২। নামীয় আসামীরা হলেন, মুন (২৬), বাবু (৩৫), রমজান (৪০) । বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান , থানায় মামলা হয়েছে আসামীদের ধরতে অভিযান চলছে ।
© All rights reserved 2020 ® newspabna.com