বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:১৯ পূর্বাহ্ন
বেড়া পৌর মেয়র আঃ বাতেন
শহর প্রতিনিধি : দুর্নীতি কমিশন (দুদক)’র দায়ের করা দূর্নীতি মামলায় পাবনা বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন সহ ৫ জনকে জামিন দিয়েছে হাইকোর্ট । জামিনে পাবনা জেল থেকে মুক্ত হয়েছেন তারা। পাবনা জেল গেটে মেয়র বাতেনকে বিশাল সংবর্ধনা দিয়েছে বেড়া পৌরবাসী।
পাবনা জেল সুত্রে জানাগেছে মঙ্গলবার (৩১ মে) হাইকোর্টের ২৮ নম্বর আদালতের বিচারক মো. রুহুল কুদ্দুস বাবু এবং মো. আব্দুল মোমিন এর দ্বৈতবেঞ্চে তাদের জামিন মঞ্জুর হয়। পাবনা জেল গেটে এ জামিনের কাগজ পেীছালে বুধবার (১ জুন) তারা জেল থেকে মুক্তি পান।
জামিন প্রাপ্তরা হলেন বেড়া পৌর মেয়র মো. আব্দুল বাতেন, কাউন্সিলর ইসলাম উদ্দিন আব্দুস সামাদ, নারগিস আক্তার ও হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু । এর আগে যারা জামিন পেয়েছেন তারা হলেন কাউন্সিলর জয়নাল আবেদিন, হবিবুর রহমান, মো. দাউদ, আব্দুর রাজ্জাক, আব্দুস শহীদ, মো. শামসুল ইসলাম।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন পাবনা অফিসের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদি হয়ে গত বছরের ৩১ আগষ্ট বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ ১৫ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন।
২৫ মে বুধবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামীরা জামিন প্রার্থণা করলে বিচারক আব্দুল কুদ্দুস তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রায় ৭দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকুর ছোট ভাই মেয়র আব্দুল বাতেন বলেন আমি কোন দুর্নীতি ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাত করিনি। বেড়া পৌরসভায় যে পরিমান উন্নয়ন হয়েছে তা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এ সব ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণেন সেবা করে যাব। বেড়া সাঁথিয়ার জনগণ আমার সাথে আছে।
© All rights reserved 2020 ® newspabna.com