বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৬:২৩ অপরাহ্ন
বিতর্ক যেনো পিছু ছাড়ছে না শিল্পী মাঈনুল আহসান নোবেলের। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি।সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে দিয়ে ফের বিতর্কে জড়ালেন সারেগামাপা রিয়েলিটি শো থেকে উঠে আসা এই শিল্পী।
তাকে সোশ্যাল মিডিয়া জুড়ে বারবার ‘বেয়াদব’ বলে কটাক্ষ করা হচ্ছে। আর সেই প্রসঙ্গ তুলে নোবেলকে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়। তার উত্তরে নোবেন বলেন, ‘আমি আর কি বেয়াদবি করেছি? তাঁর দাবি, ‘মাইলস’ ব্যান্ডের শফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরের মতো অনেকেই গালিগালাজ করেছেন।’
নোবেল বলেন, ‘কিন্তু আমি তাঁদের থেকে অনেক বেশি প্রচারের আলোয়, কিন্তু আমার চেয়ে বেশি বেয়াদবি করেছেন ওঁরা। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখেছি।’
দেশের লিজেন্ডদের গান শেখানো এবং ভারতের প্রধানমন্ত্রীকে ‘চাওয়ালা’ বলে কটাক্ষ করে নোবেল যে পোস্ট করেছিলেন সেজন্য র্যাব থেকে পোস্টটি নিয়ে জেরা করা হয়েছিলো। জেরার মুখে নোবেল জানান, নিদের গান ‘তামাশা’কে জনপ্রিয় করার চেষ্টা করছিলেন মাত্র তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com