শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৮ অপরাহ্ন
দিনভর শান্তিপূর্ণ নির্বাচন হলেও সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে উঠে গাইবান্ধা পৌরসভা নির্বাচনী এলাকা। নির্বাচনের ফলাফল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পূর্ব কোমরনই মিয়া পাড়ায় নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এতে র্যাবের তিন সদস্য, ডিবির তিন, পুলিশের দুই ও ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ বেশ কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়েছেন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেয় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার উল হাসান সাহিবের সমর্থকরা। এছাড়া পুলিশের দুটি পিকআপসহ র্যাবের দুটি গাড়ি ভাংচুর করা হয়।
পুলিশ জানায়, নির্বাচিত হতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় স্বতন্ত্রপ্রার্থী আনোয়ারুল সরোয়ার শাহিদের সমর্থকরা। চলে দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
© All rights reserved 2021 ® newspabna.com