মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:০১ পূর্বাহ্ন
ভাংগুড়া প্রতিনিধি: সোমবার (০৫ সেপ্টেম্বর) ভাংগুড়া উপজেলার দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।
তিনি স্থানীয় জনগণের সহায়তায় ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল, মা সমাবেশ ও প্রথমবারের মতো আত্মশৃংখলা শীর্ষক ব্যতিক্রমধর্মী নৈতিক কর্মসূচি চালু করায় সন্তোষ প্রকাশ করেন সবাই।
ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসকে জানিয়েছে, তারা সকাল থেকে রাত পর্যন্ত নিয়ম-নীতি মেনে চলে, ক্লাশে শিক্ষকের অনুপস্থিতিতেও অন্যের সাথে দেখাদেখি না করে পরীক্ষা দেয়, এমনকি পরীক্ষায় ফেল করলেও অসদুপায় অবলম্বন করে না।
তাঁকে অবহিত করা হয় যে, তারা পড়শোনার ফাঁকে অভিভাবকদের কাজে সাহায্যও করে স্বতপ্রণোদিতভাবে।
তারা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করে থাকে, যেমন একজনকে প্রশ্ন করায় সে জানাল সে আজ পথের একটি কাঁটা তুলে ফেলে দিয়েছে।
আবার প্রত্যেককে তাদের ভালো কাজের বিবরণী লিখে স্কুলের পুশবোর্ডে লাগাতে হয়। জেলা প্রশাসক এ ধরনের নৈতিক কর্মসূচি বিরল বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগুড়া উপজেলা চেয়ারম্যান, পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভাংগুরা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার মেয়র, উপজেলা শিক্ষা অফিসার, ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ভাংগুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলমের উদ্যোগে এ ধরনের কর্মসূচি উপজেলার বেশির ভাগ স্কুলে চালু করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com