বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:৩৫ পূর্বাহ্ন
ভাঙ্গুড়ায় অটোরিকশা চুরির সময় ২ চোর আটক
ভাঙ্গুড়া প্রতিনিধি : মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর রাতে ভাঙ্গুড়া হাসপাতাল গেটের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় ২ চোর জনতার হাতে ধরা পড়েছে।
এরা হলো পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার ন্যাসরাপাড়া গ্রামের রহমত আলী মোল্লার পুত্র রোকন মোল্লা ২৮) ও চিতুলিয়া গ্রামের সালাম বিশ্বাসের পুত্র নাঈম বিশ্বাস(২৪)।
অটোরিকশার মালিক সাদ্দাম হোসেন জানান, রাতে অটো থেকে একটু দুরে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে দেখেন কয়েকজন লোক তার অটোরিকশাটি একটি পিকআপ ভ্যানের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
তখন তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে ছোট ভাই সাইদুল ইসলাম দৌড়ে গিয়ে পিকআপ ভ্যানের ড্রাইভারকে জাপটে ধরেন। ড্রাইভার সাইদুলের মুখে আঘাত করে দ্রুত পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।
তবে স্থানীয় লোকজন ঐ দুই চোরকে আটক করে উত্তম মাধ্যম দেয়ার পর পুলিশে সোপর্দ করে। ভাঙ্গুড়া থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।।
© All rights reserved 2020 ® newspabna.com