মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:০৮ পূর্বাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমিতে এস্কেভেটর (ভেকু) দিয়ে চলছে পুকুর খনন। খননকৃত সেই মাটি বিক্রি করছেন প্রতি গাড়ি ৫শ থেকে সাড়ে ৫শ টাকা।
ট্রলি গাড়ি যোগে বিক্রিত মাটি যাচ্ছে ইটের ভাটাসহ বিভিন্ন স্থানে। উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মিজানের প্রায় ২ একর ফসলি জমিতে এই পুকুর খনন চলছে।
সরেজমিন সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া-চাটমোহর সড়কের দিয়ারপাড়া রেললাইন ঢালানের পূর্বপাশে মিজানুর মোল্লার প্রায় ২ একর একাধিক ফসলি জমিতে এস্কেভেটর দিয়ে চলছে মাটি কেটে পুকুর খনন উৎসব।
এসব খনন কৃত মাটি সঙ্গে সঙ্গেই ৮ /১০ টি ট্রলি গাড়ি করে ভাঙ্গুড়াসহ আশে পাশের উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে বিক্রিত মাটি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দিয়ারপাড়া গ্রামের গফুর মোল্লার ছেলে মিজানুর রহমান তার একাধিক ফসলি প্রায় ২ একর জমিতে সপ্তাহব্যাপি পুকুর খনন করে চলেছেন।
ফসলি জমির মালিক মাটি কাটার জন্য মাটি ব্যবসায়ী আলম মিয়ার সাথে চুক্তি করে এই কাজ করছেন বলে জানান স্থানীয়র বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, মাটি বহন কারি ট্রলি গাড়ির দাপটে প্রধান রাস্তাসহ জনচলাচলের অন্যান্য সড়কগুলির চরম ক্ষতি হচ্ছে।
পাশিপাশি মাটি বহনকারি এসব গাড়ির ধুলাবালিতে পথচলা দায় হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে এস্কেভেটর মালিক আলম মিয়া প্রতি গাড়ি মাটি সাড়ে ৫শ টাকা করে বিক্রি হচ্ছে বলে স্বীকার করে জানান, ফসলি জমিতে মাটি কেটে বিক্রির করার জন্য কোন প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামন বলেন, প্রশাসনিক অনুমাতি না থাকার কারণে কয়েক দিন পূর্বে ওই ফসলি জমিতে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেন জানান।
© All rights reserved 2021 ® newspabna.com