বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
এ দিকে ভাঙ্গুড়া উপজেলার আদর্শ গ্রাম, চৌবাড়িয়া ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের সাধারণ মানুষের মধ্যে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
‘রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট’ (আইইবিসিআর) মহাখালী, ঢাকা থেকে ডা. মল্লিক মামুন বিল্লাহর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দলও গত রোববার ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা অসুস্থদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন ডা. ফয়সাল তালুকদার ও টেকনোলজিস্ট আব্দুল মালেক।
ডা. মল্লিক মামুন বিল্লাহ বলেন, এটি অ্যানথ্রাক্সই বটে তবে তারা প্রয়োজনীয় আলামত নিয়েছেন পরীক্ষার পর আরো পরিষ্কার হবে।
© All rights reserved 2020 ® newspabna.com