শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:৪৪ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ির দুইটি টিনের ঘর।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার উত্তর সারুটিয়া বাধপাড়ার জালাল হোসেন বাড়িতে এঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বাড়ির দুইটি টিনের ঘরসহ ঘরে রাখা মালামাল ও কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে গেছে। সে ওই গ্রামের মিহির মাঝির ছেলে ও পেশায় একজন ভ্যানচালক। এতে ক্ষয়ক্ষতির পরিমান আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী জানান, রাত ৯টার দিকে হঠাৎ করেই ওই বাড়িতে আগুন দেখা যায়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করতে থাকে।
কিছু বুঝে ওঠার আগেই আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় জনতা ও ওই পরিবারে সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং চাটমোহর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে, চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থালে পৌছে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ওই বাড়ির পাশাপাশি দুইটি ঘর ও ঘরে রাখা মালামাল ও কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আরও জানান একটি ঘরে পাটকাঠিতে ভর্তি ছিল এবং ওই পাটকাঠিতে আগুন লেগে যাওয়াতে আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যায়নি। তাই ঘরের প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ধরণা করা হচ্ছে , বৈদুতিক শটসার্টিক থেকে আগুণের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
© All rights reserved 2020 ® newspabna.com