সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৫১ অপরাহ্ন
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ১ লাখ ৫০ হাজার ১শ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে ইউএনও আরিফুজজামান এর সভাপতিত্বে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক ও জোসনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন।
এর আগে আদিবাসী পরিবারের পক্ষে বক্তব্য প্রদান করেন আদিবাসী বহমুখী সমবায় সমিতির সভাপতি জ্ঞানেন্দ্র নাথ মুরালী ও সাধারণ সম্পাদক রণজীত কুমার বসাক।
ইউএনও আরিফুজজামান জানান, চট্রগ্রাম ব্যতীত বিশেষ এলাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসুচীর আওতায় উচ্চ শিক্ষা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উপজেলার মোট ৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে যথাক্রমে ৭ হাজার ৫শ, ৫ হাজার ৬শ, ৩ হাজার ও ১ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com