বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:২৪ অপরাহ্ন
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পুকুর পুনঃখননের সময় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর-বড়পুকুরিয়া গ্রামে।
রবিবার (১মে) খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই একরাম হোসেন মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
মূর্তিটির ঐতিহাসিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ওসি আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূর্তিটি পূরা কীর্তির অন্যতম নিদর্শন হওয়ায় তা রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।।
© All rights reserved 2020 ® newspabna.com